The Ambassador News                                       দি অ্যাম্ব্যাসাডর নিউজ

সকল কণ্ঠের প্রতিনিধি

নীতিমালা এবং প্রাইভেসি পলিসি

বাংলাদেশে কয়েক হাজার গণমাধ্যম আছে অনলাইন-অফলাইন মিলিয়ে। কিন্তু, তবুও অনেক খবর, অনেকের খবরই অশ্রুত থেকে যায়। অনেক অসহায় মানুষের কণ্ঠ থেকে যায় অবহেলিত। গণমাধ্যম মালিকানার স্বার্থ বা Media Economy এবং গণমাধ্যমের রাজনৈতিক অর্থনীতির কারণে অনেক মিডিয়া হাউজই বায়াসড আচরণ করে থাকে। দুর্বলের কথা, প্রান্তিক পর্যায়ের মানুষের কথা পৌঁছে না গণমাধ্যমে, তাদের মর্মকথা, বেদনা, অনুযোগ কিংবা মতামত শোনার কেউ থাকে না। অথচ, দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে তাদের ভূমিকাও কোনো অংশে কম নয়। প্রান্তিক থেকে কেন্দ্রীয় সকল মানুষের জন্য নাগরিক সাংবাদিকতা এবং মুক্ত সাংবাদিকতার সমর্থনেও কাজ করার লক্ষ্য রয়েছে দি অ্যাম্ব্যাসাডরের। পৃথিবীর উন্নত দেশগুলোতে এই ধরনের স্বাধীন সাংবাদিকতা বা Independent Journalism কিংবা Citizen Journalism বহুল চর্চিত হলেও আমাদের দেশে তেমনভাবে চর্চা হচ্ছে না। সেজন্য প্রয়োজন পাঠক, শুভানুধ্যায়ী, রাষ্ট্রযন্ত্র এবং বুদ্ধিজীবী মহলের একান্ত সহযোগিতা। তথের অবাধ প্রবাহ, মানুষের মননের কথা, দেশের প্রতি দায়িত্ববোধ আর ভালোবাসা বিকাশে মুক্ত সাংবাদিকতার বিকল্প নেই। সেই মুক্ত সাংবাদিকতা চর্চাই প্রধান লক্ষ্য হয়ে থাকবে এই মাধ্যমটির। 


কিছু সুনির্দিষ্ট নীতিমালাঃ

★কোনো সংবাদ যাচাই বাছাই ছাড়া প্রকাশ না করা।

★রাষ্ট্রবিরোধী কিংবা শৃঙ্খলা নষ্ট করে এমন সংবাদ বা তথ্য প্রকাশ না করে।

★ধর্ম এবং বিশ্বাসে আঘাত করে সংবাদ বা কনটেন্ট প্রকাশ না করা।