দি অ্যাম্ব্যাসাডর একটি মুক্ত এবং স্বাধীন গণমাধ্যম। বিশ্ববিদ্যালয় পড়ুয়া পাঁচজন শিক্ষার্থীর হাত ধরে ২০২৪ সালের জুলাইয়ে এর যাত্রা শুরু। ‘'ইন্ডেপেন্টেন্ড”, “সিটিজেন জার্নালিজম” এবং “ফ্রিল্যান্স” সাংবাদিকতার পথে অগ্রসর হওয়ার উদ্দেশ্য থাকলেও রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আনুগত্য প্রকাশ করে সমস্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠাতারা। এজন্য ধীরে ধীরে প্লাটফর্মটি দাঁড় করানোর কাজ চলমান রয়েছে। কোনো কন্ট্রভার্সিয়াল বা বিবেচনাহীন সংবাদ বা ভুল তথ্য প্রচার না করার ব্যাপারে দৃঢ় সতর্ক এই মাধ্যমটি। শুধু হার্ড নিউজ বা দৈনন্দিন খবর নয়, বরং, শিল্প-সাহিত্য, বিনোদন এবং সংস্কৃতি চর্চার বিষয়েও মাধ্যমটি ভূমিকা রাখার চেষ্টা করবে।